Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ঢাকা শহর

: | : ১২/০৮/২০১৩

ঢাকা শহর নেইকো ঢাকা
সবই খোলা মেলা,
এই শহরেরই চলে দিনে রাতে
খুন ধর্ষণের খেলা।
এই শহরের কেউ থাকে
সাত তলার উপর,
আবার কেউ থাকে
ফুটপাত আর বস্তির ভেতর।
এই শহরের লেগে থাকে
সারাক্ষণ যানজট ভাই,
ঠিকমত অফিসে যাওয়ার
কোন উপায় নাই।
এইশ শহরের মানুষগুলো
ইট পাথরের মত,
দয়া মায়া বলে কিছুই
তাদের মধ্যে নাইত।
এই শহরের ভিতর দিয়ে
চলে হাজার হাজার গাড়ি,
সেই গাড়িতে চড়ে সবাই
যায় নিজ নিজ বাড়ি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top