Top today
মেঘের পরিচয়
এই মেঘ,তুই থাকিস কোথায়
কোথায় তোর ঘর ?
কে কে তোর আপনজন
আছে কি কেউ পর ?
আকাশপানে আমার বাড়ি
থাকি অনেক দূর
নদী আমার মা জননী
পিতা সমুদ্দুর,
খাল বিল যত হাওড় বাওড়
সবাই আমার সহোদর ।
আরো কেউ আছে আপন
বন্ধু বান্ধব প্রিয় স্বজন ?
বল না আমায় খুলে সবি
ভীষণ জানতে চায় মন ।
আষাঢ় শ্রাবণ আমার আপন
বর্ষা প্রিয়জন
বৃষ্টি আমার আরেক নাম
ঝরে পড়ি যখন ।
তাহলে তুই অনেক সুখি
জানিস নাকো দুঃখ বলে কাকে ?
আমার মতো প্রিয়জন
যায় নি ছেড়ে তোকে ।
খরা আমার চির শত্রু
কষ্ট দেয় মাকে
তাই তো সে পালিয়ে যায়
আমায় যখন দেখে ।