Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আসুন ঢাকাকে ভালোবাসি

: | : ১৩/০৮/২০১৩

কাক জলে স্নান করতে করতে ছুটে চলেছে দূর পাল্লার কোচ। গন্তব্য ঢাকা। চিরচেনা নগরী। এপাশে বৃষ্টি তো একটু সামনে এগুলেই রোদ। প্রকৃতির এমন এক বিচিত্রতার মধ্যেই কেটে গেল বাঙালির ঈদ। এক কাতারে নামাজ পড়া, সকলকে এক ভাবা এবং সকলের জন্যই সমান আনন্দ ও প্রাপ্তি হোকআমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
ঈদের আনন্দ উপভোগ করে ফিরতে  চলেছে সবাই আবার সেই চেনা জনপদ ঢাকায়। ঢাকা আবার ফিরে আসবে তার পুরাতন সৌন্দর্য্যে এই আহবানই সকলের। ঢাকাকে শান্ত দেখতে কেমন যেন বেমানান লাগে। ঢাকাকে তার চিরচেনা রূপে না পাওয়াটাই যেন অস্বাভাবিক।
তবে আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের অর্থনীতিকে এগিয়ে যেতে দেখলে যাদের আনন্দ লাগে, সাকিব আল হাসাব কিংবা তামিম ইকবাল সেঞ্চুরি করলে যাদের চোখের কোনায় এক বিন্দু আনন্দের অশ্রু জমা হয়; জাতীয় পতাকা দেখলেই যাদের হাত উপরে ওঠে সেলুট জানাতে চায়, রাজধানী হিসেবে ঢাকাকেও তাদের পক্ষ থেকে অন্যরকম ভালোবাসা প্রকাশ করা উচিত। আমাদের দেশ, আমাদের রাজধানী আসুন একে ভালোবাসি ও এর যত্ন নিই।
ঈদের আনন্দের রেশ যাতে আমাদের জীবনে সারা বছরই চির জীবন্ত থাকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top