Top today
এই দিনে বাঙালি, হারিয়েছে পিতা!
অই মেঘ যাও কই, একটু দাঁড়াও
কাছে এসে জলদি, হাতটি বাড়াও
ওই দেখো সাদা বক, যাচ্ছে ওড়ে
জানি না বাড়ি তার, কত যে দূরে
উড়ু উড়ু মন নিয়ে, আকাশে ওড়ি
ভর করে কালো মেঘে, শূণ্যে ঘুরি
শোকতাপ চারদিকে, জ্বলছে চিতা
এই দিনে বাঙালি, হারিয়েছে পিতা!