Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বৃথা আশা

: | : ১৫/০৮/২০১৩

বৃথা আশা
মো: ওবায়দুল ইসলাম

আশায় আশায় জীবন যায়
আশা ফুরায় না,
বুকের ব্যথায় বক্ষ ফাটে
ব্যথা জুড়ায় না।

স্বপ্ন দেখি পাহাড় গড়ি
উড়ি আকাশে,
স্বপ্নের পাহাড় ভেঙে যায়
একটু বাতাসে।

আশা ছিল; স্বপ্ন ছিল
ছিল ভালবাসা,
বুকের জ্বালায় চূর্ণ হল সব
চর্ণ হল না নেশা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top