Top today
সম্পাদক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি
প্রথমেই ঈদ উপলক্ষে বের হওয়া চলন্তিকা ই-বুকে আমার লেখা প্রকাশ করায় সম্পাদক সাহেবকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি গত ১৫ থেকে ২০ দিন যাবত ব্লগে আসিনা।কিন্তু ব্লগে এসে যে বিষয় টি সবার আগে আমার চোখে পড়ল তা হলো আমার অর্জিত পয়েন্ট। আমার অর্জিত পয়েন্ট খুব সম্ভবত ২০০ এর কাছাকাছি বা উপরে ছিল।যা এখন ৩৪ প্রদর্শিত হচ্ছে।কেন এমন হলো সে বিষয় সম্পর্কে আমি অবগত নই।আমি বিষয়টি একটু দেখার জন্য সম্পাদক সাহেবের নিকট অনুরোধ করছি।।