Top today
ইচ্ছে করে
ইচ্ছে করে পাখি হয়ে স্নিগ্ধ বাতাসে ভর করে
উড়ে যাই দূর থেকে আরো দূরে,
যেখানে নগ্ন সংকীর্ণতা নেই
হিংসে হানাহানি অসহায়ত্ব ও নির্মমতা নেই
ধর্মের নামে অধর্মতা নেই |
ভূপৃষ্ঠের সকল ভৌগলিক সীমারেখা ভেঙ্গে দিতে ইচ্ছে করে
সকল দেশের সীমান্ত রক্ষীদের ছুটিতে পাঠাতে ইচ্ছে করে
নিয়মের শিকলে শৃঙ্খলিত হয়ে বাঁচতে ভালো লাগে না
অসামর্থ্যের বেষ্টনীতে আবদ্ধ থাকতে ভালো লাগে না |
পৃথিবীকে এক হাতে উল্টে ঝেঁড়ে সকল দুঃখ অশান্তি
দরিদ্রতা ও অসহিষ্ণুতা ফেলে দিতে ইচ্ছে করে,
যুদ্ধযান মারণাস্ত্র অচল ও বিকল করার ইচ্ছে করে
সকল যুদ্ধনীতি ধ্বংস করে অপত্য হতে ইচ্ছে করে |
শান্তির নামে মানুষ নিধন দেখতে ভালো লাগে না
রক্তাক্ত শিশুর মরণ আর্তনাদ ভালো লাগে না
নদীর বুকে বাঁধন দেখতে আর ভালো লাগে না
মানব কোলে জন্ম নিয়ে অমানুষের জীবন ভালো লাগে না |