Top today
”ভন্ড পাগল”
পাগল হবি ভাব ধরিবি
নিলি পাগল বেশ,
আউলা-ঝাউলা কুর্তা গায়ে
লম্বা দাড়ি-কেশ।
পাটিতে বসে ধ্যান করিলি
হবি তুই বাবা,
ভাবের দেশে সাঁকো বাঁধিবি
দু’ চক্ষু বোবা।
গেরুয়া গায়ে খোঁপা বেঁধে
হইলি তুই বৈরাগী,
পথে পথে গান গেয়ে
তুই সংসার বিবাগী।
কেবল্-ই তুই ভাব ধরিলি
আসল গুদাম ফাঁকা,
ধ্যানে বসে কেম্নে তুই
শুনিস্ কাক-এর কা কা।
ভাব ধরিলি পাগল সাজিলি
পানি রে কইলি জল,
আপন আপন ভালোই বুঝিস-
কেম্নে তুই পাগল?
কাম যাতনায় লোলুপ নজর
আঁধারে খুঁজিস মাগি,
ভবের সুখে কাতর তুই
কে বলে তুই বৈরাগী?
কলবে তর জিকির করে
দুনিয়াদারীর মন্ত্র,
ভাব ধরিয়া কি আর হইলি?
হইলি কেবল ভন্ড।