চলন্তিকা ইউটিউব চ্যানেল
প্রিয় লেখক / প্রদায়ক বন্ধুরা
আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা ২০১৪ সালের প্রথম থেকেই “চলন্তিকা ইউটিউব চ্যানেল” চালু করতে চাচ্ছি। এখানে আমরা আমাদের লেখকদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন ভিডিও ফাইল প্রকাশ করব। কি ধরনের ফাইল থাকতে পারে তার একটি ধারণা দেওয়া যেতে পারে –
১। আপনার মোবাইল থেকে / ভিডিও ক্যামেরা দ্বারা ধারন করা আপনার আশেপাশের যে কোন অরাজনৈতিক ভিডিও। ভিডিও এর মান ভাল হতে হবে, সাথে থাকা কথা বার্তা কিংবা সাউন্ড ভাল থাকতে হবে।
২। যে কোন স্কুল-কলেজের খেলাধুলা-পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।
৩। আশেপাশের সমস্যাবলী, হতে পারে রাস্তা-ঘাটের কিংবা এই জাতীয় সমস্যা।
৪। অন্যদের সাথে শেয়ার করা যায় এমন যে কোন personal ভিডিও।
৫।আশেপাশের সম্মানিত কারও সাক্ষাৎকার কিংবা আপনার নিজেরও সাক্ষাৎকার হতে পারে।
৬। আপনার কবিতার কিংবা কবিতা নিয়ে তৈরি করা যে কোন ভিডিও। এনিমেশন হতে পারে।
৭। এমনকি আপনার যদি কোন business থাকে সেটার বিজ্ঞাপনও দিতে পারেন।
এমন কোন ভিডিও হতে পারবে না যা সমাজে অস্থিরতা তৈরি করে। প্রতি ভিডিও এর জন্য ঐ লেখক / প্রদায়ক প্রতিমাসে ৩ পয়েন্ট করে বোনাস পেতে থাকবেন। উদাহরন হিসাবে বলা যায় কারও যদি ১০টি ভিডিও প্রকাশ হয় তবে প্রতিটির জন্য ৩ পয়েন্ট করে ৩০ পয়েন্ট তাকে প্রতি মাসে দেওয়া হবে।
এখানে আপনারা আপনাদের মতামত শেয়ার করুন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিতে চাই।