Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“সহজ”

: | : ২১/০৮/২০১৩

মাথা খাটিয়ে শরীর খাটিয়ে;

কাহার এতো গরজ,

মহৎ কর্ম কঠিন বলে;

খুঁজি কোনটা সহজ?

সময় নষ্ট;লাগে তেক্ত;

সহজটাই চাই,

শুয়ে বসে আয়েশ করে

অল্পতে যা পাই।

খাওয়া নাই নাওয়া নাই;

ধৈর্যের কঠিন পরীক্ষা,

মনের উপর চাপ বাড়িয়ে

চায় না কেউ তিতিক্ষা।

বিনা শ্রমে আলকাতরা;

তাতেও আছি রাজী,

দশ টাকার টিকেট কিনে;

নসিব ধরি বাজী।

ভাল-মন্দ;যাচাই-বাছাই;

চাই না এতো ধকল,

ছল করে হেসে খেলে;

পাওয়াটাই আসল।

গগণ পানে তাকিয়ে রই;

কখন ঝরবে নেয়ামত,

হুজুরের পায়ে পরে রই;

ঝাড়ফুঁকের কেরামত।

সিঁড়ি ভেঙ্গে উপরে উঠা;

চাই না এতো শ্রম,

লিফটে চড়ে এক পলকে;

গতর খাটে কম।

চাইতো চাই অনেক কিছু;

যেন হয় সহজ,

যেন-তেন কৌশলে;

পাওয়াটাই ফরজ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top