হাইড করুন খুব সহজে DVD/CD-ROM DRIVE
বন্ধুরা আমরা অনেকেই চাই যে কেও যেন আমার অনপস্তিতে আমার dvd/cd rom টি ব্যাবহার করতে না পারে, কারন আমরা সবাই জানি আমাদের pc এর dvd/cd rom টি যত কম ব্যাবহার করা যায় ততই dvd/cd rom এর জন্য ভাল, কিন্তু আমরা চাইলেও ওটার ব্যাবহার কমাতে পারিনা, কারন আমি কম use করলে কি হবে আমার অনপস্তিতে অন্য কেউ আমার dvd/cd rom টি use করে ফেলে, তাই এই সমস্যা সমাধানের জন্য ছোট্র একটি TRICKS করব আমরা।
প্রথমে my computer এর উপর right button ক্লিক করে manage এ ক্লিক করতে হবে, নিছের ছবিটা দেখ
manage এ ক্লিক করলে নিছের মত একটি window আসবে
এবার device manager এ ক্লিক করতে হবে, নিছের ছবিটা দেখ
এবার ডান পাশের DVD/CD-ROM drives এর পাশে যে (+) টি আছে ওটাতে ক্লিক কর, নিছের ছবিটা দেখ
(+) চিন্য তে ক্লিক করলে নিচের মত একটি ছবি আসবে
এবার লাল দাগ দিয়ে চিহ্নত করা স্থানে right button মানে TSSTcorpCDDVDW SH-222BB (আমার রম হিসেবে এমন আসছে,আপনার হয়ত অন্য নামে আসতে পারে) এ ক্লিক করে disable এ ক্লিক করতে হবে, নিচে দেখ
এবার যে window টি আসবে ওটাতে yes ক্লিক করলেই কাঙ্ক্ষিত dvd/cd rom টি disable হয়ে যাবে।
পরবর্তীতে যখন আবার dvd/cd rom টি ফিরিয়ে আনতে চাইব তখন শুধু disable এর জায়গায় enable করে দিলেই হবে।
বিঃ দ্রঃ disable জায়গায় ভুলে uninstall এ ক্লিক করবেনা কারন তখন নতুন করে os setup দিতে হতে পারে।।
তাহলে বন্ধুরা আজকের মত আল্লাহ হাফেজ, সবাই ভাল থেক, পরে আবার দেখা হবে।