Top today
নিথর এক পাথার
==================
কার বা আছে বাউল সিদ্ধি মন?
তনুও বাউল মনটা অবাক দেখে-
ঐ দূর পাহাড়ের ঝর্ণা ঝরা
সাধু সন্ন্যাসের বুকের চক্ষু জুড়া।
বর্ষা কালের সিডর আইলা-
ভাবনার উইপোকা করে কিলবিল
ও পাড়ার চিন্তাগুলো সংঘাতিক ঝিল,
দম্ভ হিংসার দেখাও কেন ঘুশিকিল।
স্বর্ণমাটির গন্ধ স্বাদ,দেহ জুড়ে আজ
আইলপাথারের শস্য ফসল সোনালী সাজ,
মুগ্ধ করা,ভাবের আদর করা কি?দেখ
যমুনার ভয়ঙ্কর গর্জনে কাঁপে উঠেনা বুক।
ভাঙ্গছে পাহাড়,গড়ছে স্নিগ্ধ সকাল,উঁচুনিচু
বালিভরা,যেগে থাকা,চরের পাশে খাল।
এতো কিছু দেখার পরেও,মন ভরে না
ঝিলিমিলি করছে আইলপাথারের গয়না,
নিথর পাথারে দেহ মুছে যাবে,আইলের
বুঝি সহনা,সব কিছু মিথ্যে মিছে আর
ভাবনা,ঝরবেই তো দূর পাহাড়ের ঝর্ণা-
গাঁয়ে থাকবে ধুধু নিথর এক পাথার।
লেখার তারিখঃ ০৪/০২/১৩
=================