Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নতুন দিনের আমরা রবি

: | : ২৫/০৮/২০১৩
নতুন দিনের আমরা রবি
আমরা কবি স্বপ্ন আঁকি
আমরা আনি ভোরের আলো
পাখির মতো নিত্য ডাকি।
গরীব দুঃখী অনাহারী
নেই যে টেনে বুকের মাঝে
গরীব ধনী থাকবে না ভেদ
গান গেয়ে যাই সকাল সাঁঝে।
দেশমাতারই চরণধূলি
মাথার উপর নেই রে তুলে
মায়ের কোলেই পাই খুঁজে সুখ
দুঃখ বেথা যাই রে ভুলে।
সাম্যবাদী প্রতিবাদী
আমরা ত নই ভীরুর দলে,
আনবো জানি সাম্য ধরায়
দুঃসাহসী মন যে বলে।
নবীন কিশোর আমরা সবাই
আমরা সবাই ভোরের পাখি
ফুলের হাজার সুবাস ছড়াই
রঙধনু রঙ অঙ্গে মাখি…।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top