Top today
”অনুমান”
ছিল কি তা ভুল অনুমান?
নাকি ছিল তা তোমার ছলনা,
ইশারা কি তবে দাওনি তুমি?
নাকি আমার অতৃপ্ত হৃদের কাল্পণিক বাহানা।
মরুর বুকে পথ হারানো পথিকের দৃষ্টিভ্রমের মত
নাকি ছিল আমার অতৃপ্ত হৃদের মতিভ্রম,
পুর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি;
তোমাকে তা-ই ভেবে চেয়েছিলাম মনের ক্ষুধার উপশম।
ভেবেছিলাম তোমায় অপূরনীয় জলাধার;
আসলে সবি ছিল মরীচিকার প্রহসণ,
মরুর বুকের মল্লিকা ভেবেছিলাম;
আসলে যোগ্য তুমি কাগজের ফুলের আসন।
তোমায় ফুলের মালা ভেবে
আপন হাতেই পরেছিলাম গলে,
ফাঁসির দড়ি ছিল তা
বুঝিনি অনুমানের ভুলে।
ঐ মালা ছুড়ে ফেলেছি আজ;
রয়ে গেছে তবু অসস্ত্বিকর অনূভুতি,
গলায় কাঁটা বিঁধে আবার নেমে যায়
তবু রয়ে যায় খুঁত খুঁতে কিছুকাল অবধি।
আমার-ই ছিল ভুল;আমার-ই মতিভ্রম;
আর কে দিবে খেসারত?
আর অনুমান নয় কোনো ইশারাতে;
নিলাম কঠিন শপথ।