Top today
অযথা
বাঁশের আগায় কোয়েল পাখি ডাকছে কুহু কুহু
তাই শুনিয়া দাদীর নাকি কেঁপে উঠছে রুহ্,
যারে পাখি সরে যা, করে হুইস হুইস
বুরা খবর ভুলে যা, ভালো হলে ফের এসে কইস ।
পাখি কি আর থামে কথায় ? ডাকছে জোরে জোরে
রাগের বশে দাদি এবার ঢিল মেরেছে ছুঁড়ে,
পাখির কি আর সাধ্য আছে বলে ভালো মন্দ
দিনের বেলায় দেখে পাখি রাত্রি কালে অন্ধ
আধার রাতে ঢিল কুঁড়াতে ভীষণ তোলপাড়
পাখি কিন্তু ঠিকই আছে
গর্তে পড়ে ভেঙ্গে গেছে দাদির পায়ের হাড় ।