Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমাকে ভালোবাসি বলেই

: | : ২৫/০৮/২০১৩

তোমাকে  ভালোবাসি বলেই, কোনোদিন

বিষণ্ণ বিকেলের গল্প শোনা হয়নি,

তোমাকে ভালোবাসি বলেই হয়তো, কোনোদিন

দেবদাস পড়ে   ব্য  র্থতার কান্নায়

জড়াইনি  কোনোদিন; অথবা পার্বতীর প্রেমে

উজাড় করে দেইনি নিজেকে।

তোমাকে ভালোবাসি বলেই , কোনোদিন

বনলতা সেনের চোখের পানে তাকাইনি,

শেষে তুমি পর হয়ে যাও,

তোমাকে  ভালোবাসি বলেই , কোনোদিন

আমার কবিতায় আঁকিনি মোনালিসার মুখ

আমার ক্যানভাসে তুলির আঁচড়ে শুধুই ভেসেছ তুমি ।

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top