Top today
তোমাকে ভালোবাসি বলেই
তোমাকে ভালোবাসি বলেই, কোনোদিন
বিষণ্ণ বিকেলের গল্প শোনা হয়নি,
তোমাকে ভালোবাসি বলেই হয়তো, কোনোদিন
দেবদাস পড়ে ব্য র্থতার কান্নায়
জড়াইনি কোনোদিন; অথবা পার্বতীর প্রেমে
উজাড় করে দেইনি নিজেকে।
তোমাকে ভালোবাসি বলেই , কোনোদিন
বনলতা সেনের চোখের পানে তাকাইনি,
শেষে তুমি পর হয়ে যাও,
তোমাকে ভালোবাসি বলেই , কোনোদিন
আমার কবিতায় আঁকিনি মোনালিসার মুখ
আমার ক্যানভাসে তুলির আঁচড়ে শুধুই ভেসেছ তুমি ।