Top today
চোখ
এসব হাভাতে লোকজন
আমার দু’চোখের বালিরা
শুধুই জ্বালায় !
আমার বেহায়া চোখ
তাদের চোখেই দেখি খুঁজে মরে
আমার জৌলুসজাত ঈর্ষা ও ক্রোধ !
এসব হাভাতে লোকজন
আমার দু’চোখের বালিরা
শুধুই জ্বালায় !
আমার বেহায়া চোখ
তাদের চোখেই দেখি খুঁজে মরে
আমার জৌলুসজাত ঈর্ষা ও ক্রোধ !