Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

উদাসী পথ

: | : ০৪/০৬/২০১৩

উদাসী পথ
মিলন বনিক

পথ আঁকড়ে ধরে অনেক না পাওয়ার ক্লান্তি
ভূমিসুতো মেটো পথে অবিরাম যাওয়া আসা।
নিশীথিনীর কোলাহল থামে না
অতিকায় পথ যেন ফুরোয় না, ক্ষীণ পদ যাত্রায়
অস্ফুট ধ্বনি তুলে, এ কেমন ভালোবাসা।
ঈর্ষা নয়, ভালোবাসার নোঙ্গর ফেলে থামি
কত অচেনা পথ ঘাট।
বাবুইয়ের বাসা দোলে হালকা বাতাসে,
মনের সংকটে পরে ধরাশায়ী কু›তল মন।
হয়তো মনের অমিল, নয়তো সামিল হবো
অচেনার পথ ধরে অজানা আকাশে।
তবুও দোলন চাঁপা কিংবা শিউলীর গন্ধে
ভরবে আকাশ। অচেনা নয় সেতো চিরচেনা,
যমুনা কিংবা ব্রম্মপুত্র বয়ে যাবে নিরবধি
চেনা পথ ধরে সাগর সংগমে। এই আমি শুধু
উদাসী পথটুকু ছুঁতে পারি না বলে
নিজেকে মনে হয় বড় বেশী আনমনা।

জামালখাঁন/১২/১০/২০১২

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top