Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মৃত্যু বিলাস

: | : ২৬/০৮/২০১৩

 

নিরব ভালবাসার গুমোট চিৎকার
ঝল্‌সে উঠে যদি একবার
ওগো -একবার এই দেহে , এই রক্তে-
রক্তের অন্দরে উষ্ণ আবর্তে
তোমার সোহাগী পরশে
সুখদ শীৎকারে ;

শতবার মরবো ওগো -মরবো
দু’টি ডানার ঝাপটায় পরস্পরে
পূর্ণিমার তারা ভরা রাতে
আকাশ ছায়া ফেলে
টল-মল জল সরোবরে
জলের ভিতরে জলে
সাতাঁর কেঠে কেঠে যেতে
আহা পাশা-পাশি পূর্ণিমা রাতে
জলের নরম শরীরে সাতাঁর কেঠে-কেঠে যেতে
তোমার হলুদ ঠোটে ঠোট পুরে
স্বর্গ – মর্ত্য ভুলে
রঙ-ধনু পেখম মেলে
তোমার পুচ্ছের ‘পরে পুচ্ছে
নৃত্য-রতা ময়ুর নাচের ঝংকার তোলে
আমার নাও চলে উজানে
তোমার নদীর ঢেউয়ের মিছিলে
তালে-তালে-তালে
পালেতে বাতাস লেগে চলে উজানে
উজানে-জোয়ারে জলে
জলের শরীরে জল নাচে আহা
তরঙ্গের ঝড় উঠে তোমার নিতম্বে ,
জীবন-বৃক্ষের উষ্ণ আতা ফল দু’টো তোমার
দু-হাতের সোহাগী মুঠোয় ধরে সুনিপুন আদরে
তোমারই পৃথিবীতে থাকবো ঝুলে ওগো-
তোমারই পৃথিবীতে থাকবো ঝুলে
জোয়ারের জলে ছিপ ফেলে শুয়ে রবো
ভাটির নদীর পলি উর্বরা সোনালী চরে
হংস মৈথুন শেষে শ্রান্তির পরম উল্লাসের আয়েশে ;

মৃত্যু ?
আহা মৃত্যু !
আমৃত্যু বিলাস আমার ওগো – মরতে
একবার-শতবার-হাজার বার
তোমার বুকে মাথা পেতে
তোমারই বাহুডোরে
হৃদয়ের উষ্ণ উত্তাপে
সুখ-স্বপ্নে- ঘুমে মৈথুনের আয়েশে।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top