Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

”মরা গাঙ্গ”

: | : ২৬/০৮/২০১৩

আমার মরা গাঙ্গে কেনো তুললে ঢেউ?

কেনো জাগালে প্রাণ?

যদি নাইবা ভাসাবে পাল

তবে কেনো শেখালে মাঝি-মাল্লার গান?

নিষ্প্রাণ ছিলাম;বেশ তো ছিলাম

কেনো ফেললে তবে বড়শি?

কেনো আলতা পায়ে এলে মরা গাঙ্গে?

কাঁখে প্রেমের কলসী।

কঠিন বাঁধে আবদ্ধ ছিল আমার গাঙ্গ;

নিষিদ্ধ  নদীর জল,

কেনো এলে চোরা গর্ত খুঁড়ে?

কেনো আনলে ঢল?

আমি আশায় বাঁধলাম ঘাট;

প্রেমের জলে করবে স্নান,

কিসের তাড়ায় হঠাৎ কেনো গেলে চলে?

কিসের ছিল এতো অভিমান?

আমার মরা গাঙ্গে পরে আছে ঘাট;

অকেজো সেই মাঝি-মাল্লার গান,

কেনো এলে আমার গাঙ্গে ঢেউ তুলিতে?
কেনো করলে এতো ভান?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top