Top today
অচিন গাঁ
আমি সেই সবুজ গাঁয়ের আঁকাবাঁকা মেঠো পথ চিনি;
চিনি পুরনো মন্দির, বটতলী হাট, তার বিকিকিনি।
হাটের দোকানে সব আছে, সব দেখি, কিছুই কিনি না;
চিনি মুখের আদল, দেহ, শুধু তার হৃদয় চিনি না !
আমি সেই সবুজ গাঁয়ের আঁকাবাঁকা মেঠো পথ চিনি;
চিনি পুরনো মন্দির, বটতলী হাট, তার বিকিকিনি।
হাটের দোকানে সব আছে, সব দেখি, কিছুই কিনি না;
চিনি মুখের আদল, দেহ, শুধু তার হৃদয় চিনি না !