Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

যুগে যুগের কবি

: | : ২৭/০৮/২০১৩

নিপীড়িত নিগৃহীতের বুকে ফুটালে
দ্রোহের পলাশ শিমুল,
বাংগালীর গৌরব তুমি
বিদ্রোহী কবি নজরুল।

যুদ্ধের ময়দানেও থেমে থাকেনি
তোমার কবিতার বুলবুল,
আসানসোলের দুখু মিয়া থেকে
হয়েছিলে তুমি সৈনিক নজরু্‌ল।

তোমার প্রেমময় অমিয় বাণী
বাহারি রাগের যথাযথ প্রয়োগে
বেড়ে যায় শ্রোতাদের সংগীত প্রীতি,
সুরের ভুবনে সমাসীন হয় নজরুলগীতি।

সাহিত্যাংগনে উপস্থিতি তোমার
যখন নক্ষত্রসম জ্বলজ্বল,
নিয়তির অভিশাপে হলে তুমি
নিথর নিঃশ্চুপ নিশ্চল!

ভাষা ও সুর যতদিন থাকবে
ধরণীর বুকে চলমান চঞ্চল,
ততদিন থাকবে তুমি অম্লান
যুগে যুগের কবি নজরুল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top