প্রিয়তমা তোমাকে চাই
জীবনের কাঁটা ভরা পথ চলতে যখন ক্লান্ত,
বিধ্বস্ত এ মন
চারদিকে অসীম হতাশার নিবিড় অন্ধকার;
অথৈ সাগরে
হাল ভাঙ্গা দিশেহারা নাবিকের মত আমি একা
তখন সেই পথ পাড়ি দিতে প্রিয়তমা তোমাকে চাই।
কঠিন এই পৃথিবী, পদে পদে প্রতারণা আর প্রবঞ্চনা
সত্য ও ন্যায়ের পথে মেলে শুধু পরাজয়;
পরাজয়ের যন্ত্রণা বুকে চেপে মলিন মুখে বাড়ি ফিরে
সব কষ্ট ভুলে যেতে প্রিয়তমা তোমাকে চাই।
উত্তরের হিমেল হাওয়ায় জমে যায় বুকের রক্ত
টাকার অভাবে একটাও কিনতে পারিনি গরম কাপড়।
হিংস্র শীতের থাবার নিচে বরফ-শীতল শরীর;
তখন একটু উষ্ণতা পেতে প্রিয়তমা তোমাকে চাই।
রূপালী তারায় ভরা রাতের আকাশ
সরষে ফুলের দেশে সোনার ডিমের মতো মায়াবী চাঁদ;
যখন নিঝুম রাতের সাথে হলো জোছনার মিতালী
তখন দখিনের জানালা খুলে দিয়ে প্রিয়তমা তোমাকে চাই।
বহু প্রতীক্ষার পর অবিরাম বর্ষণের আনন্দ বিলাতে
যখন ঝুপ ঝুপ বৃষ্টিতে রাস্তায় নেমেছে মানুষ;
তখন বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসের সেই বৃষ্টিতে ভিজতে
প্রিয়তমা তোমাকে চাই।
ব্যস্ততা ছুঁড়ে ফেলে খানিক অবসরে এ মন
যখন ছুটে যাবে কোন এক নীল সাগরের তীরে;
তখন সমুদ্রের জলে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে
তাঁবুর নিচে মুখামুখি বসে
কফি হাতে প্রিয়তমা তোমাকে চাই।
জীবনের সব চাওয়া পাওয়া মিটিয়ে দিতে
মৃত্যুর দ্যূত এসে যখন নীরবে দুয়ারে দাঁড়াবে
তোমার কোলে মাথা রেখে সব যন্ত্রণা ভুলে যেতে
প্রিয়তমা তোমাকে চাই।