Top today
ক্লান্ত দুপুরে
অবশেষে বিবর্ণ লজ্জার আর্গল ভেঙ্গে কাছে এলে
শিয়রে ছড়ানো এলোমেলো ফুল-কুঁড়ি পাপঁড়ি মেলে
হেসে বলে – মৌমাছির গানে আদরে সোহাগে শৃঙ্গারে
জীবন তবে সুখদ শিৎকারে মধুময় মৌচাক কুঠিরে;
তবু সংশয়, উদ্বেগ লজ্জার ও অধিক উৎকণ্ঠায় জড়োসরো
উৎসুক পুস্প-কুঁড়ি উন্মুখ শিহরনে কাঁপে থরো-থরো
সতর্ক হরিণী আনত বদন ভীরু আঁখি লাজুক চাহনি
বরাবয় মধুময় হাসির প্রশ্রয় প্রথম হৃদয় জানাজানি ।
সবুজ পাহাড় ধুসর প্রান্তর পার হয়ে ক্লান্ত দুপুরে এসে
যৌবনে মধু সম্ভোগে সম্ভারে পূর্ণ শ্রান্ত রুপসী লজ্জাবতী
কল কল, ছল ছল, টল মল, ঝল মল পায় অলস গতি
কাম-জলে ঢেউ তোলে শিক্ত হৃদয় দোলে উৎসুক উল্লাসে
পুস্প-পরশে-ছলে এলোকেশী লজ্জাবতী লুঠিয়ে পড়লে বুকে
পাগলের মত চুমে রাঙা অধঁরে দিয়েছিনু ভালবাসা এঁকে ।