Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

শরৎ এলো

: | : ২৭/০৮/২০১৩

শরৎ এলো শিঊলি ফুলে
শরৎ এলো কাশে,
শরৎ এলো শাপলা ফুলে
শরৎ এলো ঘাসে ।

শরৎ এলো পদ্ম পাতায়
শরৎ এলো বিলে,
শরৎ এলো বদ্দ ডোবায়
শরৎ এলো ঝিলে ।

শরৎ এলো আকাশে বাতাশে
শরৎ এলো পাতায়,
শরৎ এলো মেঘ ভাসিয়ে
শরৎ এলো ছাতায় ।

শরৎ এলো ঘোমটা দিয়ে
নব’ বধূঁর মতো ,
শরৎ এলো রোগ সারাতে
অসুস্থতা আর ক্ষতো ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top