Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বিষয়হীন গল্প

: | : ২৭/০৮/২০১৩

বিষয়হীন গল্পে কেটে গেল সারা রাত
বহুদিন পর তোমার উছিলায় দেখিলাম প্রভাত।
কত কথা হল; কত কি হল জানা।
কথার পিঠে কথা;কত কি গোপন হল বেগানা।
স্মৃতিময় রাত আমার জীবন লিপির।
অপেক্ষায় ছিলাম কত-এমন নিশির।
প্রতিক্ষণ কেটে গেছে ভাল লাগার আবেশে।
কথার ফাঁকে ফাঁকে ছুঁয়ে এসেছি তোমায় কল্পনার ডানায় ভেসে।
অভিমানী কথা;কিছু মিষ্টি রাগ;এই হাসির বন্যা।
উপরি হিসেবে ছিল চাঁদনীর রুপালী ঝর্ণা।
ধন্যবাদ দিলাম তোমায় হে নিশিকর।
মোহময় করেছে তোমার রুপোলী চাদর।
সময় যেন চলেছে ঘোড়ার পিঠে চড়ে।
এক পলকেই যেন ফুরিয়ে গেল;ছিলাম কি যে ঘোরে!
সময় যদি থেমে যেত;ভেঙ্গে যেত ঘড়ির কাটা।
অনন্ত গল্পের আসরে পড়িত না ভাটা।
চলত তো চলত;বিরতিহীন গল্পের আসর।
অব্যক্ত কথার বারি ঝরত অঝর।
জানি না-আমার মত কি তোমারও অনুভূতি?
ভুলবো না কখনও; এ যে আমার শ্রেষ্ঠ স্মৃতি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top