Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

হাজার-তম পোস্টের জন্য আপনাদের অভিনন্দন এবং ঘোষণা

: admin | : ২৮/০৮/২০১৩

প্রিয় লেখক বন্ধুরা

আমাদের ১০০০ তম পোস্ট এর জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা মাত্র তিন মাসে ১০০০ টি পোস্ট পেয়েছি। সাহিত্য বিষয়ক ব্লগ হিসাবে এটি বিশাল। আর এ উপলক্ষে আপনাদের একটি বিশেষ ঘোষণা জানাচ্ছি।

 

আপনারা জানেন যে আমরা সাহিত্য বিষয়ক একটি মাসিক পত্রিকা বের করতে চাই, যেখানে শুধু চলন্তিকার লেখকদের লেখাই থাকবে। সব ঠিক থাকলে এটি ইনশাল্লাহ ২০১৫ সালের মার্চ মাস থেকে আলোর মুখ দেখবে। আপনাদের সে পরজুন্ত ধৈর্য ধরার আহবান জানাচ্ছি।

 

আমাদের হাজারতম পোস্ট উপলক্ষে আপনাদের জানাচ্ছি, আমরা ঠিক করেছি  যে সব প্রদায়ক ৭৫০ কিংবা তার অধিক লেখা এবং  যে কোন ১২টি  মাস ১০০০ এর অধিক মন্তব্য করবেন তার ঠিকানাতে প্রতি মাসে চলন্তিকার মাসিক পত্রিকা ফ্রী  পাঠানো হবে। প্রদায়ক কে অবশ্যই এই শর্ত দুটো পালন করতে হবে। এই ঘোষণা সামনের সবসময় এর জন্যই প্রযোজ্য থাকবে।

 

এটি করার জন্য আমাদের উদ্দেশ্য হল – আপনারা জানেন চুক্তি অনুযায়ী মার্চ’ ১৫ এর আগে আমাদের ২০,০০০টি লেখা এবং ২০০,০০০টি মন্তব্য থাকলে আমরা পত্রিকা বের করতে পারব।  এই ঘোষণা আমাদের অধিক লেখা এবং অধিক মন্তব্য পেতে সাহায্য করবে।

 

আশা করি এখন থেকে আপনারা আরও বেশি লিখবেন, আরও বেশি মন্তব্য করবেন।

আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারো ধন্যবাদ জানাচ্ছি।

 

বিনীত

সম্পাদক, চলন্তিকা ব্লগ

http://cholontika.com

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫৮ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০২৪-১১-২৩ ০৬:১০:০২ মিনিটে
Visit admin Website.

মন্তব্য করুন

go_top