Top today
চাওয়া-পাওয়া
মন চায় ভাল কথা
প্রাণ চায় শান্তি,
জীবন বুঝে নেয়
সব কড়া-ক্রান্তি।
চোখ চায় ফুলরং
নাক চায় গন্ধ,
অকারণে সুখ চায়
কতিপয় অন্ধ।
মন চায় ভাল কথা
প্রাণ চায় শান্তি,
জীবন বুঝে নেয়
সব কড়া-ক্রান্তি।
চোখ চায় ফুলরং
নাক চায় গন্ধ,
অকারণে সুখ চায়
কতিপয় অন্ধ।