Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

যে জ্বালা,নিষ্ঠুর আগুন লোহায়

: | : ২৮/০৮/২০১৩

চোরা বালির নীচে

জীবনের মত জল—

স্রোতস্বতীর ফল্গু ধারা !

মরণ ফাঁদের নীচেও

কোথাও কাঞ্চন  শুদ্ধতা !

অন্ধকারে লেগে থাকা আলো রেখা–

লুপ্ত চাঁদ ঠেকে থাকে

ম্লান জ্যোৎস্নার ঝালরে,

লুব্ধক আলোক ছটায়

চোখের আঁধার সিক্ততা !

 

কাঁটা আবরণ কঠোরতায়

ফুটে ওঠে মায়াবী ফুল—

যে জ্বালা,নিষ্ঠুর আগুন লোহায়

ছোঁয়া থাকে তুলতুল শরীর আদলে,

অতলে লুকিয়ে ছিল তবু

হরিণ ছোঁয়া এ প্রাণ!

 

বেদনার কষ্ট যত কঠিন পাথরে–

সৃজনের সুপ্ত প্রাণাধারে

তবু নেমে আসে অমৃত ধারা ।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top