Top today
হেতু তব নির্লিপ্ত প্রত্যুত্তর
পথের আবর্জনায়
পঙ্গু অবলার নিরূপায় চটবৃত্তি
মন আলয়ের স্বীয় অনুরূপ রায়ে
কেহ খোলে হস্ত কোমল প্রাণে
দৃঢ় বিশ্বাসে আর ভয়ে
হেরিছেন মহাদৃষ্টি।
দূর্বাঘাসতুল্য দুর্বল বিচারে অকোমল নির্ভীক
পদতলের ভ্রুকুটিহীন পিঁপড়া পিষা ধুলা
ঢুকিয়ে দেয় নাসিকায়।
নাড়ী ছেঁড়া ধন হারালে উভয় পদ
প্রাণপাখি দিলে উড়াল দানব ঘাতে
মস্তিস্ক মশাল জ্বেলে খোঁজো হেতু
ওড়না ভেজে প্রশ্নবিদ্ধ ভ্রুকুটির নয়ন ফোঁটায়
রুদ্ধ মানসচক্ষে আঁচলতলের পাথর হৃদিমাঝে
স্মৃতির জোনাকির ব্যর্থ প্রয়াস
রয় হেতু অদৃশ্য পাথর তিমির ভুবনে।
তপ্ত রৌদ্রতেজে শায়িত অবলার উদর মোচড়ের
রুটির আকুতি বাণী
ঠেলিয়াছিলে তব নির্লিপ্ত প্রত্যুত্তরে
তিক্ত জল শুকায়েছিল আগুন কংক্রিটে
হেরিয়াছিলেন উহা মহা কারিগর।