Top today
বৃষ্টি
অনেক ক্ষুধা, ক্ষুধায় পাগল; ভাত ঠেকালো
————————————— বৃষ্টি !
ভাতের আশায় নামছি কাজে; কাজ ঠেকালো
————————————— বৃষ্টি !
ঠাণ্ডা বাতাস হাড় কাঁপানো: কাঁপাচ্ছে হাড়
————————————— বৃষ্টি !
কাপড় যে টুক শুকনো ছিলো দেয় ভিজিয়ে
————————————— বৃষ্টি !
অগত্যা চাই, বাঁচাই মাথা; ঠাঁই কেড়ে নেয়
————————————– বৃষ্টি !
ক্লান্ত হয়ে চাই ঘুমাতে; ঘুম কেড়ে নেয়
————————————– বৃষ্টি !
তোমরা নাকি কাব্য লেখ ; দেয় প্রেরণা
————————————- বৃষ্টি !?