Top today
ফটকা
লোকটা ভীষন ধূর্ত
ধানাই পানাই করত।
ঝুমকা ঘড়ি সোনার চুড়ি
নিজের ট্যাকে পুরত।
ওসব বেচে খোশ মেজাজে
পিত্জা খেত টাটকা।
লোকটা বেদম কিপটে
দিন কাটাত মুফতে;
ভাল্লাগে তার অর্থ কড়ি
অস্ত্র হেঁকে লুটতে।
ক্ষিধে পেলে মনের ভুলে
ফেলত খেয়ে পটকা।
এক বাড়িতে গিয়ে,
জীপ গাড়িটা নিয়ে;
রাস্তা ধরে ছুটল জোরে
করবে নাকি বিয়ে।
হঠাত্ তারে পুলিশ ধরে
কেমন তরো খটকা !
চুরির দায়ে শেষে,
ধোলাই খেলো কী যে !
শরীর মাথা পাঁয়ের পাতা
রক্তে গেল ভিজে।
অবশেষে কয়েদ বেশে
থাকল জেলে আটকা।
শেষ জীবনে এসে,
সব হারিয়ে শেষে;
জেল থেকে সে বাইরে আসে
নিঃস্ব ফতুর বেশে।
লোকটা এখন যখন তখন –
ধরছে ইলিশ জাটকা।