Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সুখের কিছু কথা

: | : ৩০/০৮/২০১৩

সুখের কিছু কথা নদীর জলে আঁকা থাকে

স্রোতে থাকে সম্ভাবনার বীজ

নরম পলির হিজল বাঁকে।

 

সম্ভাবনার কিছু স্রোত থামে

উলাসী-বিলাসী মৌমাছির গানে

তিলোত্তমা স্বপ্নের টানে।

 

অতীত কথা বলে

বর্তমান পথ দেখায়

ভবিষ্যতের পারনির ছলে।

 

কত যে সুখের গান গেয়ে যায় মাঝি

সুর ভাসায় নৌকো বাতাসে

দু-পারের শরবন অহরহ হাসে।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top