প্রাণের দোসর
হে পুঁথি- তুমি মোর নিত্য সাথী প্রাণের দোসর ,
জ্ঞানের বিভা দিয়েছ মোরে আর জীবনের খবর ।
দর্শালে বড় আসন ক্ষিতি করিতে বিচরণ
তুমি জীবনের দোছরা অক্সিজেন করেছি অনুধাবন
যে জ্ঞান দেয়নি গুরুজন , উস্তাদ , জনক-জননী
অনায়াসে তুমি দিলে তাহা হস্তের ধারে আনি ।
সারা জাহান উড়িয়া দেখিলাম না হয়ে খেচর
তুমি হৃদয়ের স্পন্দন প্রাণের দোসর ।
আর কেহ নাই তুমি হীনা জীবনের সংগঠক
তুমি তো সবি নবীন জীবনের কোরক
তোমার ধারে মানে হার শত ধারালো তলোয়ার
তুমি ত্রাসেরও ত্রাস শ্রেষ্ঠ হাতিয়ার ।
ভাল মন্দ সব গুণ নিহিত তোমাতে
যাহা করিব গ্রহণ চলিব সেই পথে
গুরুর মহা গুরু তুমি সকল পন্ডিতের শির
তুমি হীনা যত বিদ্বান হইবে স্থির ।
যশ-খ্যাতির তুমি কারিগড়
তুমি মোর নিঃশ্বাস প্রাণের দোসর ।
খাঁটি বন্ধু তুমি নেই তো হিংসা-দ্বেষ
সকলের লাগি সমতা রাখো বেশ
প্রলয় কর তুমি হৃদয়ের যাতনা
দূর করে দাও একাকিত্বের বেদনা
যে তোমারে বাসে ভাল তুমি বাসো তারে ;
বক্ষে গাঁথিয়ে নাও তোমার সুরে সুরে ।
সবার আপন তুমি সবাই জানেনা
তাই থাকে দুরে দুরে কাছে আসেনা
অবসর কাটাতে তুমি বড় সাথী
তুমি ধরাতে মহা বিভূতি ।
তাই নয় তুমি যে বড় জাদুকর
তুমি খাঁটি মিত্র প্রাণের দোসর ।