Top today
প্রতারক মন
ভাবনার গভীরে, আরো গভীরে, শত ব্যস্ততার ভিড়ে
তুমি আছ হৃদয়ের প্রতিটি পাতায় পাতায় মিশে;
আমি যখনি চেয়েছি তোমার হতে, আরো কাছে
দূর থেকে শুধু প্রতারনার কলকাঠি নেড়েছ নিজ হাতে।
আমার একটা সুনীল আকাশ ছিল
যে আকাশে ছিল তোমার আবাদ বিচরণ;
বৃত্তের বাইরে, সবটুকু সুখ ছিল তোমার অধরে
আমার ভালোবাসা পদদলিত তোমার সভ্যতার কাছে
তবে কী আমি অসভ্য? যে ভালোবাসা করেনি আমায় নব্য।
নিসর্গ সুখ তোমার শরীরে চাষ করেছি শতসহস্র
যার সবটুকু নিয়েছ, দিয়েছ আমায় নির্বাসন।
নীল আকাশটা এখন আর আমার জন্য কাঁদেনা
সাগরের ঢেউ তটিনির বুকে আচড়ে পড়েনা
প্রতারক মন, প্রতারনার বেসাতিতে নিমজ্জন।