Top today
যুবক তুমি
যুবক হলে ওরাও তুমি
তোমার যত ইচ্ছে ঘুড়ি
আকাশ পানে তাকিয়ে হলেও
উদারতা করবে চুরি।
শান্ত হবে শিষ্ট হবে
কোথায়ও আবার জলবে তুমি
কখনও তোমার হুংকারেতে
থেমে থেমে কাপবে ভুমি।
তুমি হবে পথ প্রদর্শক
সকল যুবার আশার আলো
সঠিক পথের নির্দেশনায়
সামনের দিকে এগিয়ে চলো।