Top today
এই তো আছি বেশ
পরিয়া মরণ বেশ
এই তো আছি বেশ
অস্থির সময় যাচ্ছেই চলে,
শুধু তুমি সুখে আছ বলে ।
নির্ঘুম রাত কাটছে, কাটুক
বেদনার্ত দিনের সবটুকু অবসাদ
আমার বুকেই থাকুক,
কষ্টের প্রখর্তাপে জ্বলে পুড়ে মরু হবো
রিক্ত হয়েও প্রীত হবো বার বার
যদি সুখের সবটুকু হয় তোমার ।
কিন্তু, যদি দেখা হয় ফের
আমাদের কোনো কালে
যদি তুমি আসো কভূ নীহারিকা তলে
সেদিন শুধাব কেন গিয়ে ছিলে চলে ?
কোনসে সুখের অন্বেষণে
ছাড়িয়া আমায় কষ্টের নরককূলে ।