Top today
“তোমার আকাশ চাই”
তোমার আকাশ চাই।
যদি বিনিময় হয়ও আমার দু‘ডানা।
তবুও তোমার আকাশ চাই।
উড়তে চাওয়া নয় আমার প্রার্থনা।
ভাবছ কি আমায় বোকা?
এ কেমন তর আবদার।
আমি শুধু তোমার আকাশ চাই
চাইনি তো উড়ার অধিকার।
আমি সংযত সংযম;
উড়তে চাওয়ার লোভ করি সংবরণ।
আমার হৃদয়ের সমাধিতে
আমার অন্য চাহিদা করেছি দাফন।
একটাই শুধু চাওয়া
তোমার সুনীল আকাশ।
বাকি সব হেলা করি
ঐ একটাতেই আমার বিলাস।
Comments are closed.