Top today
স্বপ্ন
আমার স্বপ্ন কী সত্যি হবে ?
যে স্বপ্ন দেখেছি আমি আলোকিতো দিনে ,
এ স্বপ্নের মানে আমি জানিনা
শুধু জানি ভালবাসি ;
সে ভালবাসার শেষ নেই
যেমন শেষ নেই নদীর……
যেমন শেষ নেই সাগরের……
তেমনী আমার ভালবাসার ও শেষ নেই
এ ভালবাসার কথা জানেনা কেউ আমি বিনে ।।
আমি ভাবি তোমায় নিয়ে
প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট
প্রতিটা ঘন্টা… সর্বক্ষন;
আর ভাবি বলেইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখা ,
বল কবে আমার স্বপ্ন সত্যি হবে ?
জানি তুমি বলবেনা –
কারণ আমি যে তোমার ঘৃণার ;
তাইতো তুমি চুপ করে থাকো
কখন ও কি শুনেছো আমার মনের কান্না ?
বুকের ভেতর বয়ে চলে যন্ত্রণার অশ্রু ;
একবার আমার বুকের ভেতর চেয়ে দ্যাখো
স্পষ্টই তা দেখা যায়……
তুমি দেখনা বলেইতো ভালবাসনা
শুকনো নদীর মতো সেখানে পরে আছে হাজারো রেখা…।।