Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার আমাকে আকুতি করেও

: | : ০১/০৯/২০১৩

আলোরণে হঠাৎ থমকে উঠি!
ক্রমেই সমুদ্রের ঢেউয়ের মত হৃদয়ের গভীরে
গর্জিয়ে উঠে কারা যেন।
নিজের শব্দ-কথা, হাসি, গুনগুন গান-
বিকট হতে থাকে।
কান দিয়ে শুনতে পাই কেউ যেন ভেতর থেকে
চিৎকার করছে অতি উচ্চ বাচ্যে।
ভেতরের আমিটা ক্রন্দনে ক্রমেই ক্লান্ত।
আমাকে আর সহ্য না করতে পেরে নিজেই বিদ্রোহে আক্রোশে-
ঝাপটা মেরে এই বুঝি বা ছুটবে কোথাও।
ঠিক সকালের মতো আমি বুঝাতে চাই।
আমার অবুঝ আমারে।
বিকট! ম্রিয়মান চিৎকারে কেন যে প্রত্যাখ্যান করে।
ঝাঁকি মেরে আমাকে কাঁপিয়ে উড়ে যায়
ডানা ঝাপটানো বাতাসে একা-দুর্বল করে।
শত আকুতি করেও ফিরে পাই না। আমার আমাকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top