Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নেশাগ্রস্ত এক হায়না

: | : ০১/০৯/২০১৩

আমি ভাবতেই দু’চোখে জল দেখি

মানুষের মত মানুষ হতে পারলাম কৈই-

মুখের ঠোঁটে-ভাষার চোটে মানবতা

নাকি?ধান ভাজার মত ফুটেছে খই।

আমি একটুতেই কামড়ে ধরি-কালরাতের

হায়নার মত আচঁড় দিতে পারি-আর

পারি হাসি মুখে নিস্পাপ দু’হাতে

গলাটিপে উল্লাসে খুন করি খুন করি।

 

আমি কার আদরে আদরে বখে যাওয়া

বাপের টাকাপয়সা ফুরাতে ভালোবাসি-

ভালো বাসি বন্ধু বান্ধবী নিয়ে ডিজে

পার্টিতে নাচানাচি-ভুল করি না বাড়ের

আড্ডায় ইয়াবা গাঁজা হিরোহীন নেশায়

নিমেশেষই শেষ করে দেই পথের কাঠা

মনের ভিতর বিবেগ মোর হলো হায়না।

বিশ্ববিবেগ করবে কি ক্ষমা-ষড়যন্ত্রের নেই

সীমা-হাজার ঐহী জেনে করবে কি ঘৃণা। 

 

সবুজের ডানায় পারবে কি ক্ষমার দৃষ্টি

কেন তবে কে করল সৃষ্টি কুঁটিরে হাহাকার

নেই-অচেতনার মেঘে এখন শুধু বৃষ্টি- আর

বৃষ্টি হঠাৎ খুঁজে পেলাম নেশাগ্রস্ত এক হায়না

আমি ভাবতেই দু’চোখে জল দেখি বার বার।

 

লেখার তারিখঃ ২৭//১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top