Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ছড়া,ছড়া…

: | : ০১/০৯/২০১৩

(১)

গাঁ মানে না,আপনি মোড়ল,

আগে আগ বাড়ায়,

সিটকানো নাক দেখে সবার,

মরে যে গুসসায়।

(২)

নিজের নাক কাটলি কেন–

পরের যাত্রা ভঙ্গে ?

নাক কাটালি,মান ভাঙালি,

বল তো কিসের রঙ্গে ?

(৩)

শুনলি না ত কারো কথা,

মারলি পায়ে কুড়াল !

ইচ্ছে কি তোর বিনা বাধায়–

দিবি ইচ্ছে-উড়াল?

(৪)

নিজের পাঁঠা কাটনা লেজে–

পাড়া পড়সির কি?

নিয়ম কানুন থাক না পড়ে–

খা  না শুদ্ধ ঘি !

(৫)

বক তপস্বী বসবে ধ্যানে,

মাছরা করবে আরতি?

ঝড়ের তোড়ে বক মরলে–

ফকিরের কেরামতি?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top