Top today
বাজে অভ্যাস
একটা কাগজ বাতিল করলে
দ্বিতীয় কোথাও পাঠাই না, তা
এমন অভ্যাসে হারিয়ে গেল ২৭ বছর।
শব্দের জাদুটোনায় বশ হইনি
শিকারীর শব্দজাল খুঁজিনি
প্রজাপতি উড়ে গেছে চোখ বরাবর।
মৌমাছি গুনগুন করে
মৌচাক চোখ ধাঁধায়
নিরবে দেখি সাতনলাদের লোলুপ নখর।
বাজে অভ্যাসে শীত কাটে
বর্ষা ভাসে
রোদ জানান দেয় গরম খবর।
যাপনের বালিশ-কাঁথায়
ঘরপোষা মশার গন্ধ
রক্ত ও ঘামের চাপানউতোর।
চর্যাপদের কিছু শব্দ আমার কবিতায় থাকে
চর্চার অভাবে
মুখ ও মনের ভেতর।
*