Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রিয় স্বদেশে

: | : ০২/০৯/২০১৩

  কাঁটাতার পেরোতে গিয়ে মরেছে ফেলানী

   কাঁটাতার ভাঙ্গতে গিয়ে  কি হবে কি জানি

   কাঁটাতারে যে বড় ভয়

   সেই তার মাড়াতে নাই

   সেই তার মাড়ালে শুনি সাম্প্রদায়িক হানাহানি

   বাব্‌রী মসজিদ ভাঙ্গলো কারা ভুলে তো যায়নি,

   জাত-পাত-অচ্যুত সাম্প্রদায়িক খুনাখুনি যেথা

   ধর্ষন লুণ্ঠন অসভ্য দেশের ভুলিনি যে ইতিকথা

   সাতে-পাঁচে যেতে চাই না কারো

   রাঙা চোখের ধারী না ধার ও

   থাকিতে চাই স্বাধীন

   নয় কারো অধীন

  সোনার বাংলাদেশে 

   আমার প্রিয় স্বদেশে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top