Top today
প্রেম
কেন প্রেম আসে ?
প্রেম চায় সকলে
জেনে না জেনে
পাবে কি পাবে না, ভেবে না ভেবে ।
ফুলে যেমন কাটা আছে
প্রেমে নয় একটু জ্বালা
পুড়ে ছাই নেই তো কিছু আর
শান্ত অতি শান্ত, তবুও প্রেমের পিছু ঘুরে হয়েছে সবে ক্লান্ত ।
দুঃখের পর সুখ আসে
ধের্য্য ক’জানার ?
প্রেমে যেমন জ্বালা
হয়তো আসবে কোনদিন সুখের পালা।