Top today
নিঃস্বার্থ ভালোবাসা
চাঁদোয়া রাতে নির্মল মুখটা তোমার
স্বপ্নের কোরাসে ভেসে উঠে
দ্বিধার রাজ্য ভেঙ্গে শীতল মনে
সুখের পায়রার ঘুম ভাঙ্গে।
অন্ধকার মাড়িয়ে আলোক শিখা
প্রজ্বলিত করে আমার সব তিক্ততা
নীলাভ আকাশজুড়ে দেখি মুখরতা
তোমার বেদনার ঘর সিঁদকাটা।
আমি জনম জনম ধরে তোমার পাঁজরে
সুখের কপোত হয়ে উড়াবো পাতাকা
তুমি কপোতী হয়ে জড়িয়ে রেখো
আমার নিঃস্বার্থ ভালোবাসা।