Top today
আমি কে
মেঘ ছিঁড়ে ছিঁড়ে চিঠি পাঠায় চাঁদের স্বরলিপি
সবুজ সংকেতে জাগে মাটির উৎসব
জলের চিকন গায়ে মাছের যাত্রাপালা
মগজে ফেনিয়ে ওঠে কালের উইঢিপি।
দৃষ্টিসুখ আলস্যের সুরে বাজা বাঁশী
নোলক-পরা কিশোরীর হাতে
ঘুমখোলা চোখের স্বপ্নসম্ভার
সবুজেই বেঁচে ফেরে স্বপ্ন অবিনাশী।
অযথা নিরবতা কখনও আসে ধীর পায়ে
পাখি উড়ে যায়
আমি কে,প্রশ্ন রাখে
স্থির চোখে টিকে থাকা,মননের রায়ে।