Top today
গানে গানে কেটে যাক কিছুক্ষণ
মন থেকে মুছে ফেলো
মোর দেয়া যত বেদন ,
শুভ সময় ফুরিয়ে গেল
আসিল যে বিদায়ক্ষণ ।।
ক্ষণিকের তরে পাশে ছিলাম
শত ব্যথা তোমায় দিলাম ,
আমার থেকে ভাল সাথী
পাবে কত দিবা রাতি ,
আমার কথা ভুলে গিয়ে
তারে তুমি করো আপন , ঐ….।।
ছেড়ে যেতে আমি না চাই
তোমাতে থাকার ভরসা না পাই ,
মিথ্যে আশা সুখের নেশায়
এত দিনে বুঝেছি হায় ।
আমি তোমার নই আপন , ঐ …।।