Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

শূন্য আবেগ

: | : ০৩/০৯/২০১৩

রাত টা তো ঠিক এমন এ রবে 
শুধু নীল জোছনাই হারিয়ে যাবে ,
তোমার আমার মিথ্যে প্রেমের কাব্য নিয়ে
সব নষ্ট কবির আসর হবে । 
ভুল করেও চাঁদ এর আলো নীল হবেনা 
লাল ই রবে ।

হৃদয় দাম এর কাব্য খাতা
হিমেল রাতে আগুন হবে ,
শীত পোহাব তুমি আমি । 
কথা দিলাম,
তোমায় নিয়ে কাব্য খাতার শেষ পাতাটি 
ছুড়ে দিব সেই আগুনে ।

একলা সে রাত,
থাকবেনা হাত তোমার হাতে 
থাকবেনা চোখ তোমার চোখে,
পুড়ে যাবে নীল জোছনা 
তোমার আমার আবেগ শূন্য দৃষ্টি দিয়ে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top