মা
ধরণীর বুকে সরনীয় হয়ে কোথা গেলে মাগো চলি
তোমার শিশু নয়নজলে ভাসি দেখনা দু ‘চোখ মেলি
তুমি ছিলে মোদের রবির কিরণ হিমাংশুর মত উজ্জল
দু:খ মোদের দেখলে তুমি ফেলতে আখি জল ।
কোমল হাতের শীতল পরশে অংগ দিয়েছ মুছে
টল মল তোমার চাহনি দেখে দু:খ গিয়েছে ঘুচে ।
দুখের দুখিনী হয়ে মাগো তুমি বাধলে বাবার ঘর
সবাইকে তুমি করলে আপন আজকে করলে কেন পর !
ক্লান্তি ভূলে করতে আদর বুকে নিতে সদা তুলি
বিধাতার ডাকে সাড়া দিলে তুমি আমাদের গেলে ভূলি
যত অপরাধ করেছি মাগো ক্ষমা করে দিও মোরে
ক্ষমা চাইছি,করুণা চাইছি দু ‘হাত কড় জোরে ।
নয়নের মনি মায়ার খনি চলে যাবে তুমি ছিল ললাটে লিখা
নেএের বারি ঝরিয়া ইতি তবুও অন্তরে জ্বলছে অগ্নি শিখা ।
মাওলার কাছে করি ফরিয়াদ হয় যেন তোমার জয়
বেহেস’ত যেন হয় তোমার চির সুখালয় ।
নয়নের মনি মা জননী চাইছি তোমার দোয়া
ভূবন ছেড়ে পরপারে যেতে না টলে যেন মোর খেয়া ।
মা আমাদের সোনার ক্ষনি, মা আমাদের নয়নমনি, পরম আপন ধন
মাকে আমরা বাসবো ভাল বুকের মাঝে রাখব তাকে এটা আমার পণ ।